
		কিশোরগঞ্জ সংবাদদাতা : দেশি মাছের জন্য প্রসিদ্ধ কিশোরগঞ্জের বালিখোলা মাছের বাজার। বিভিন্ন জেলার মাছ আসে এই বাজারে। আর সরবরাহ বেশি থাকায় দামও নাগালের মধ্যে। দৈনিক ৩ কোটি টাকার বেশি কেনা-বেচা হয় বলে জানালেন সংশ্লিষ্টরা।
কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখোলা বাজার। ভোরের আলো ফুটার আগেই ঘাটে পৌঁছাতে শুরু করে জেলেদের মাছ বোঝাই নৌকা। মাছ নামানোর পরপরই শুরু হয় ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাক।
প্রতিদিন ভোর থেকে সকাল দশটা পর্যন্ত চলে বেঁচাকেনা। বিভিন্ন জেলার মাছ ব্যবসায়ীরা ভীড় করেন এই বাজারে।
এই বাজারে কিশোরগঞ্জের হাওর ছাড়াও মাছ আসে নেত্রকোনা ও সুনামগঞ্জ থেকে। দৈনিক ৩ কোটি টাকার বেশি বেচাকেনা হয় বলে জানালেন বালিখোলা মৎস আরৎ এর সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন।
কিশোরগঞ্জে বছরে উৎপাদন হয় ৮২ হাজার ২৩০ মেট্রিক টন মাছ। এর মধ্যে শুধু হাওরেই উৎপাদন হয় প্রায় ৫৪ হাজার মেট্রিক টন।
মন্তব্য করুন