মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ নগরবাসীর ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৯ এএম

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জ শহরের বিভিন্নস্থানে চলছে ড্রেন নির্মাণের কাজ। তবে কাজে ধীরগতি আর ফুটপাতে ও মূল সড়কে নির্মাণ সামগ্রী থাকায় ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। তারা বলছেন অপরিকল্পিত ভাবে কাজ করায় দুর্ভোগে পড়ছেন প্রতিনিয়ত। এদিকে, দুর্ভোগের কথা স্বীকার করে নগরবাসীকে ধৈর্য্য ধরার আহবান জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ২ টি ড্রেন নির্মাণ করা হচ্ছে। ৩৯ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মানাধীন এই ড্রেন দুটির দৈর্ঘ্য মোট ৭ কিলোমিটার।

নগরী ঘুরে দেখা যায় শহরের বিবি রোড, কালিরবাজার, নিতাইগঞ্জ ও মন্ডলপাড়া এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছে। এসব এলাকায় রাখা নির্মাণ সামগ্রী আর ময়লা আবর্জনার কারণে সড়কে চলাচল করতে পারছেনা সাধারণ মানুষ। সেই সাথে ফুটপাত বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।

মার্কেটের সামনে ড্রেন নির্মাণ এর কাজ দীর্ঘদিন ধরে চলায় ফুটপাত বন্ধ হয়ে গেছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। অপরিকল্পিত কাজ করার কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

জনসাধারণের চলাচলে দুর্ভোগের জন্য দু:খ প্রকাশ করে সিটি কর্পোরেশন বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. আব্দুল আজিজ জানালেন দ্রুতই এ সমস্যার সমাধান হবে।

মানুষের ভোগান্তির কথা স্বীকার করে নগরবাসী ও ব্যবসায়ীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশনের এই প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন ।

নগরবাসীর দুর্ভোগ লাগবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে