
		পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালী ও বরগুনা জেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোট্যুরিজম উন্নয়ন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বন বিভাগের আয়োজনে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
কর্মশালায় জীববৈচিত্র্য সংরক্ষণ, বনাঞ্চলের টেকসই ব্যবস্থাপনা এবং ইকোট্যুরিজম উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, পটুয়াখালী ও বরগুনা উপকূলীয় এলাকা হওয়ায় এখানকার পরিবেশগত ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের বনাঞ্চল, বন্যপ্রাণী ও জলজ সম্পদ সংরক্ষণে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রকল্পটির মূল লক্ষ্য হলো জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করা এবং একই সঙ্গে টেকসই ইকোট্যুরিজমের বিকাশ ঘটানো। স্থানীয় পর্যায়ের স্টেকহোল্ডারদের মতামত নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে, যা প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন