মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সারাদেশে ভাষা শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৮ এএম

ডেস্ক প্রতিবেদন : বিনম্র শ্রদ্ধায় সারাদেশে স্মরণ করা হচ্ছে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের। ফুলে ফুলে ছেঁয়ে গেছে শহীদ বেদী। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন শহীদ মিনারে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশজুড়ে শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। এসময় তারা ভাষাশহীদদের স্মরণ করার পাশাপাশি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় বক্ত করেন।

মহান ভাষা আন্দোলন ও বীর শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছেন বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বিউগলে বেজে উঠে সুর। এরপর ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন। পরে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

একুশের প্রথম প্রহরে যথাযোগ্য মর্যাদায় খুলনায় শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসন, জেলা বিএনপি, খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এসময় পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জে একুশের প্রথম প্রহরে চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা, বিএনপি- জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

একুশের প্রথম প্রহরে গাজীপুরের শ্রীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি। রাত বারোটা এক মিনিটে প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা জানানো হয়।

পঞ্চগড়ে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে। একুশের প্রথম প্রহরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের শিক্ষার্থীরা শহীদ বেদীতে পুস্প¯বক অর্পন করেন। এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী সমিতি, প্রেসক্লাবসহ সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।

এছাড়া একুশের ঝিনাইদহ,নরসিংদী ও শরীয়দপুরসহ দেশের বিভিন্নস্থানে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে