মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বগুড়ায় যুবলীগের নেতাকর্মীদের অবৈধ সম্পদের পাহাড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৪ এএম

বগুড়া সংবাদদাতা: বগুড়ায় চাঁদাবাজি-টেন্ডারবাজি করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে যুবলীগের নেতাকর্মীরা। আর তাদের প্রশ্রয়দাতা ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মনজুরুল আলম মোহন। ভূমি ও দোকানপাট করে ত্রাসের রাজস্ব কায়েম করেছিল এরা। সর্বস্বান্ত হয়েছে অনেক সাধারণ মানুষ। রাজনৈতিক পট পরিবর্তনের পর কেউ পড়েছে ধরা, কেউবা দিয়েছে গা ঢাকা। আবার ভারতে পালিয়ে গেছে কেউ কেউ।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে বগুড়ার কলোনী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল আল মামুনের দুটি দোকানই দখল করে জেলা যুবলীগের সহ-সভাপতি সেলিম হোসেন ফরহাদ। এর পর থেকেই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

শুধু মামুন নয়, এমন আরও অনেকের দোকান দখল করেছে যুবলীগের নেতাকর্মীরা। আর তাদের প্রশ্রয়দাতা স্বৈরাচারী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মনজুরুল আলম মোহন। তার দাপটে বিআরটিসির চাকরি বাগিয় নেন জেলা যুবলীগের সভাপতি পোদ্দার লিটন। শহরে তার বিলাসবহুল বাড়ি। করেছেন বধির স্কুলের জায়গা দখল।

এখানেই শেষ নয়, ডামি ভোটে উপজেলা চেয়ারম্যান হয়েই দখল করেন রানার প্লাজা, মোমিন মার্কেট, রেলওয়ে মার্কেটে বেশ কয়েকটি দোকান। বিনিয়েগ করেন জ্বলেশরীতলার আব্দুর রাজ্জাক টাওয়ারে। এছাড়া বিভিন্ন মার্কেটে ব্যাপক চাঁদাবাজি করে তার বাহিনী।

হাসিনা সরকারের পতন হলে ভারতে পালিয়ে যায় লিটন। ভবন, ভূমি দখল ও ইটভাটায় চাঁদাবাজি করে কোটি টাকার মালিক হয়েছেন লিটনের অন্যতম সহযোগী ফরহাদ হোসেন। আরেক যুবলীগ নেতা মতিন সরকার পলাতক থাকলেও তার ছোট ভাই তুফান এখন কারাগারে। স্বৈাচারের সব দোসরদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে যৌথবাহিনীর অভিযান চলছে বলে জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার রঞ্জন সরকার ।

এদিকে, অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি স্থানীয়দের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে