মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

হারুনের প্রেসিডেন্ট রিসোর্ট এখন জনমানবহীন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৮ এএম

কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামইনে সাবেক ডিবি প্রধান হারুনের বহুল আলোচিত শতকোটি টাকার ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ এখন জনমানবহীন। অথচ কয়েক মাস আগেও ওই রিসোর্টের কক্ষ বুকিং করতে কয়েক সপ্তাহ আগে যোগাযোগ করতে হতো। গেল বছরের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর বন্ধ হয়ে যায় রিসোর্টের সব কপাট। পতন হয় প্রেসিডেন্ট রিসোর্টের জৌলুসেরও। এদিকে রিসোর্টের জন্য ভয় দেখিয়ে, জোরপূর্বক নেওয়া জমির দাম এখনো পাননি অনেকে।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার দুর্গম হোসেনপুর গ্রামে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ শত কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর রিসোর্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে রিসোর্টটি পরিদর্শন করেছেন আব্দুল হামিদও। এখানে চলত হারুনের রাম রাজত্ব। ৩০ একর জমি নিয়ে গড়ে তোলা তিন তারকা মানের রিসোর্টে মন্ত্রী-এমপি, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে চলচ্চিত্র তারকারা যখন তখন ছুটে আসতেন।

গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর পালিয়ে যান গোয়েন্দা পুলিশের আলোচিত কর্মকর্তা হারুন অর রশিদ। এলাকা ছেড়ে চলে যান রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক তার ছোট ভাই শাহরিয়ার কবির। অভিযোগ আছে, পুলিশের চাকরির সুবাদে প্রভাব বিস্তার করে মানুষের জমি দখল করে হারুন এ রিসোর্ট গড়েছেন । এলাকায় তার স্বজনদের নামেই কিনেছেন প্রায় একশ একর জমি। এছাড়া, এলাকার অসংখ্য মানুষের শতাধিক একর জমি দখল করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এক সময়ে হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। সারদায় ট্রেনিংয়ের সময় শৃঙ্খলাভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন তিনি। পরে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে হারুন পুলিশের চাকরি ফিরে পান এবং তাদের আর্শীবাদে বনে গেছে অঢেল সম্পদের মালিক।

এদিকে, গেল বছরের ৯ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের একটি দল হারুনের বিলাসবহুল এই রিসোর্টে অভিযান চালায় বলে জানায় এনবিআর এর পরিচালক চাঁদ সুলতানা চৌধুরাণী। অভিযানে ৪টি কম্পিউটারের হার্ডডিস্ক ও বেশকিছু নথিপত্র জব্দ করা হয়।

এদিকে রিসোর্টের জন্য ভয় দেখিয়ে, জোরপূর্বক নেওয়া জমির দাম এখনো অনেকে পাননি বলে অভিযোগ পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে