মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

৬ দফা দাবিতে ঢাকায় কুয়েটের ৮০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৩ এএম

খুলনা প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ৬ দফা দাবি আদায়ে টানা পাঁচদিন ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করলেও কোন সুরাহা হয়নি। তাই এবার তারা দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাত করতে আজ (রোববার) সকাল সাড়ে ৮টায় ভাড়া করা বাসে করে ক্যাম্পাস ত্যাগ করেছে ৮০জন শিক্ষার্থীর একটি দল। এসময় তারা চোখে লাল কাপড় বেধে বাসে ওঠেন। তাদের বক্তব্য ৬ দফা দাবি বাস্তবায়ন না হওযা পর্যন্ত তারা ক্যাম্পাসে ফিরবেন না।

এর আগে সংঘর্ষের ঘটনায় কুয়েট প্রশাসনের পক্ষ থেকে খানজাহান আলী থানায় একটি মামলা করা হয়। যাতে অজ্ঞাত আসামী করা হয় ৪ থেকে ৫শ’ জনকে। পুলিশ বিএনপি যুবদলের চার নেতা-কর্মীকে শুক্রবার আটক করে আদালতে পাঠিয়েছেন বলে শনিবার মামলার তদন্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন। যাদেরকে আদালতে পাঠানো হযেছে তারা হলেন বিএনপি নেতা আব্দুল করিম মোল্লা, যুবদল নেতা আনোয়ার হোসেন, ইব্রাহিম হাওলাদার ও বিএনপি কর্মী শফিকুল ইসলাম।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পসে ছাত্রদলের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে কয়েকদফা সংঘাত সংঘর্ষ হয়। এতে শতাধিক শিক্ষার্থী কমবেশি আহত হন। এরই প্রেক্ষিতে কুয়েটের সাধারন শিক্ষার্থীরা ওইদিন রাতে সংবাদ সম্মেলন করে কুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাছুদ প্রো ভিসি প্রফেসার ড. শেখ শরীফুল আলম ও ছাত্র-কল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদের অপসারনের দাবি করেন। ৬ দফা দাবিতে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। এরপর ভিসির বাসভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে