
		চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে হালিশহের পারিবারিক কলহের জেরে স্বামী আলাউদ্দীন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার স্ত্রী। এ ঘটনায় স্ত্রী নুর জাহানকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি ) রাতে নগরীর বসুন্ধরা আবাসিক এলাকার মর্জিনার মার কলোনীতে এ ঘটনা ঘটে। মৃত আলাউদ্দীনের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে।
পুলিশ জানায়, স্ত্রী নুর জাহান আলাউদ্দীনের চতুর্থ স্ত্রী ছিলেন। সম্প্রতি আলাউদ্দীন তাকে না জানিয়ে পঞ্চম বিয়ে করে। এ নিয়ে তাদের মধ্যে মনমালিন্য হয়। গতকাল রাতে আবারো তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুর জাহান স্বামীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মর্গে পাঠায় হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনায় সাথে জড়িত থাকায় নুর জাহানকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন