
		শরীয়তপুর সংবাদদাতা: মামলা জটিলতায় চালু হচ্ছেনা শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে নষ্ট হচ্ছে চিকিৎসা সেবার মুল্যবান যন্ত্রপাতি। ভোগান্তিতে পড়ছে সেবা প্রার্থীরা। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, মামলা জটিলতা শেষ করে দ্রুতই হাসপাতালটি স্থানান্তর করার চেষ্টা করা হচ্ছে।
শরীয়তপুর পৌরসভা এলাকায় ৬ একর জমির উপর, ৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় নড়িয়া উপজেলার ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স। নতুন ভবন নির্মান হলেও, মামলা জটিলতায় আটকে আছে এর উদ্বোধন।
৬ মাস আগে হাসপাতালটি স্থানান্তরের কথা ছিল। আর তাতেই আপত্তি তোলে মুলফৎগঞ্জ এলাকার বাসিন্দারা। তাদের দাবি স্থানান্তর করা যাবে না হাসপাতালটি। আর তাতেই আটকে যায় স্থানান্তরের কাজ।
যথা সময়ে মূল্যবান যন্ত্রপাতি ব্যবহার না করার কারণে নষ্ট হওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। ভোগান্তিতে পড়ছে ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষ। স্থানীয়দের দাবি মামলা জটিলতা নিরসন করে হাসপাতালটি চালু করার।
তবে স্বাস্থ্য বিভাগ বলছে, নতুন ভবনে হস্তান্তর করা গেলে রুগীদের কাঙ্খিত সেবা দিতে পারবে।
মন্তব্য করুন