
		নিজস্ব সংবাদদাতা: সরকারি ক্রয়খাত রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং জিম্মি দশায় আছে। ক্ষমতা বদল হলেও নিয়ন্ত্রণ একইভাবে অব্যাহত থাকে। এছাড়া এই বাজার জিম্মি হয়ে পড়েছে পাঁচ শতাংশ ঠিকাদারের হাতে। বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। মঙ্গলবার সরকারি ই-কেনাকাটায় বাজার দখল, যোগসাজশ এবং রাজনৈতিক প্রভাব শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে সরকারি ই-কেনাকাটায় বাজার দখল যোগসাজশ এবং রাজনৈতিক প্রভাব শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন।
টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রতিবেদন প্রকাশ করে বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারেদের মধ্যে অসম প্রতিযোগিতা রয়েছে। শীর্ষ ৫ শাতাংশ ঠিকাদার মোট প্রকল্পমূল্যের ৬১ দশমিক তিন এক শতাংশ নিয়ন্ত্রন করে।
এসময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সরকারি কেনাকাটায় যোগসাজশের মাধ্যমে যে দুর্নীতি হয়, তা অনেকটাই নিয়ন্ত্রিত হয় রাজনৈতিকভাবে।
ঠিকাদারদের জন্য বাজার শেয়ারের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা, নিয়মিত পর্যবেক্ষণ এবং সরকারি ক্রয় ব্যবস্থায় আন্তর্জাতিক নিয়মনীতি ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের সুপারিশ তুলে ধরা হয় প্রতিবেদনে।
মন্তব্য করুন