
		বগুড়া সংবাদদাতা: কমপ্লিট শাটডাউনের সময় আরও ৪৮ ঘণ্টা বৃদ্ধি করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) রাত ৯ টায় মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকেরা এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকেরা দ্রুত তাদের ৫ দফা দাবি মেনে নিতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এর আগে এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে বগুড়ায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা।
সংবাদ সম্মেলনে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় শতাধিক ইন্টার্ন চিকিৎসক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন