
		নিজস্ব সংবাদদাতা: ক্যাপটিভ ও শিল্প কলকারখানার জন্য গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।
বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে পেট্রোবাংলার গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
আবেদনে শিল্প ও ক্যাপটিভ শ্রেণিতে নতুন সংযোগের ক্ষেত্রে ইউনিট প্রতি গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়।
তবে দাম বৃদ্ধির এ কার্যক্রমকে গণবিরোধী আখ্যা দিয়ে এর বিরোধীতা করেছে ভোক্তা অধিকার সংগঠন ও ব্যবসায়ীরা। তারা বলছেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ-ব্যবসা-বাণিজ্য আর শিল্প খাত।
মন্তব্য করুন