
		নিজস্ব সংবাদদাতা: রমজানকে কেন্দ্র করে বেড়েছে কাঁচাবাজারের বেশিরভাগ পণ্যের দাম। ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুন, শসা, লেবুর দাম বেড়েছে দ্বিগুণ। মাছ মাংসের দামও ঊর্ধ্বমুখী। তবে খেজুর, ছোলা, চিড়া, মুড়ি, গুড় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। ভোজ্যতেলের সরবরাহ কিছুটা স্বাভাবিক হচ্ছে।
দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। প্রতিবছর রোজা এলেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিত্য-নৈমিত্তিক ঘটনা। এবারও এর ব্যতিক্রম হয়নি। মাত্র দু’দিনের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম।
ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুন, শসা, লেবুর দাম বেড়েছে দ্বিগুণ। অসহায় ক্রেতারা বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন।
মাংসের দামও ঊর্ধ্বমুখী। ব্রয়লার মুরগীল দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়।
তবে খেজুর, ছোলা, চিড়া, মুড়িসহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।
ভোজ্যতেলের বাজার এখনও অস্থিতিশীল। কিছু কোম্পানি বাজারে তেল সরবরাহ করলেও ছাড়েনি বেশিরভাগই। ভোজ্যতেল মজুদ করে দাম বাড়ানো নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ।
এছাড়া মাছের দামও বেড়েছে। তবে আগের দরেই বিক্রি হচ্ছে চাল, ডাল ও চিনি।
মন্তব্য করুন