
		অনলাইন ডেস্ক : জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে উত্থাপিত প্রস্তাব আমলে না নেয়ায় আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে ২৫টি ক্যাডারেরর সদস্যরা।
রোববার (২ মার্চ) সকাল থেকে ২৫টি ক্যাডারেরর সদস্যরা বিভিন্ন ক্যাডারের ১২ কর্মকর্তার সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে এই কর্মবিরতি পালন করছে।
এর আগে শনিবার সকালে রাজধানীর কৃষি তথ্য সার্ভিসের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেয় ২৫ ক্যাডারের সমন্বয়ে গঠিত সংগঠনটি।
এসময় বক্তারা জানায়, পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলে কোটা পদ্ধতি বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ পদ্ধতি চালু করা এবং সব ক্যাডারের সমতা নিশ্চিত করার দাবি তাদের। এই দাবিগুলো প্রস্তাব আকারে উপস্থাপন করা হলেও এর কোনটিই জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে গৃহীত হয়নি। প্রতিবাদে ধারাবহিক কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। পক্ষপাতদুষ্ট এই আদেশ প্রত্যাহার না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বৈষম্যহীন, জনবান্ধব সিভিল সার্ভিস না হওয়া পর্যন্ত পরিষদের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় বক্তারা। তবে, হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা দেওয়া কার্যক্রম এ কর্মবিরতির আওতার বাইরে থাকবে বলেও জানায় তারা।
মন্তব্য করুন