
		ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায় ২টি ব্যবসায় প্রতিষ্ঠান ও ইউনিয়ন বিএনপির কার্যালয় আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার রাতে শৈলকুপা উপজেলার কাজীপাড়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত ২টায় কাজীপাড়া বাজারের মুদি দোকানি সেলিমের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় মুদি দোকান, সার ও কীটনাশকের গুদামসহ ইউনিয়ন বিএনপির কার্যালয়।
আগুনে ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মন্তব্য করুন