মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সমালোচনার বৃত্তে সোশ্যাল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৮:৪১ এএম

মাবুদ আজমী : অনিয়ম, দুর্নীতি আর সমালোচনা পিছু ছাড়ছে না সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির। এস আলম গ্র“পকে দেয়া ঋণের তথ্য গোপন ও বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ব্যাংকে নিয়োগ দেয়ার মত জালিয়াতির ঘটনা রয়েছে। অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের লোন পাইয়ে দেয়ার অভিযোগও রয়েছে ব্যাংকটির বিরুদ্ধে। এছাড়া বর্তমান এমডি’র বিরুদ্ধে রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগও।

পতিত সরকারের সময় এস আলম গ্র“পের দখলে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক নানা অনিয়মে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। রয়েছে নিয়োগ জালিয়াতি, ঋণ খেলাপীর তথ্য গোপনসহ নানা অভিযোগ। এখনো ব্যাংকটিতে অর্ধেকের বেশি কর্মকর্তা-কর্মচারি রয়েছে এস আলমের নিজের এলাকার।

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই এই ব্যাংকে নিয়োগ দেয়া হয়েছে ওই এলাকার অনেককে। যাদের কাছ থেকে নেয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। এমনকি যাচাই বাছাই করা হয়নি শিক্ষাগত যোগ্যতার সনদও।

কর্মকর্তা-কর্মচারি নিয়োগ শুধু নয়, ঋণ বিতরণেও বিস্তর অভিযোগ এসআইবিএল এর। অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের লোন পাইয়ে দেয়ার, অভিযোগও রয়েছে কারও কারও বিরুদ্ধে। খেলাপি ঋণের তথ্য গোপনেও সিদ্ধহস্ত এসআইবিএল। তবে ঋণ খেলাপীদের চিহ্নিত করে আদায়ের ব্যবস্থা করা হচেছ বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সায়াদাত।

তার বিরুদ্ধে উঠা অভিযোগ ভিত্তিহীণ দাবি করে এসআইবিএলের ভারপ্রাপ্ত এমডি বলেন

এস আলমের দখল থেকে মুক্ত করে খাদের কিনারা থেকে ব্যাংকটি এখন আর্থিকভাবে সচল করার কাজ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে