
		ফরিদপুর সংবাদদাতা: চলতি মৌসুমে ফরিদপুরে পেঁয়াজ বীজের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়ায় জেলায় প্রায় ৯৬৫ মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। যার বাজার মূল্য প্রায় ৫০০ কোটি টাকা।
দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুরের কৃষকরা, এবার পেঁয়াজ বীজ উৎপাদনে ব্যাপক সাফল্য পেয়েছে। জেলায় সর্বোচ্চ ১ হাজার ৮৫৪ হেক্টর জমিতে ব্ল্যাক গোল্ড বা পেঁয়াজ বীজের চাষ হয়েছে। এর মধ্যে ২৮০ মেট্রিক টন স্থানীয়ভাবে চাহিদা মেটাবে এবং বাকি ৬৮৫ মেট্রিক টন সারা দেশে সরবরাহ করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহাদুজ্জামান। ফরিদপুরের কৃষকদের এই সাফল্য দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করবে বলে আশা সংশ্লিষ্টদের।
মন্তব্য করুন