
		কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তারেকুর রহমান প্রকাশ ওরফে সোইল্যা তারেক (৩০) আদালতে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ আসিফ মহিউদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্কিন নারীকে শ্লীলতাহানির আসামিকে আদালতে তোলার পর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়াযুবক তারেকুর রহমানের বিরুদ্ধে ২০২২ সালের ১৩ নভেম্বর কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় পাঁচ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ রয়েছে। গেল সোমবার কক্সবাজার শহরের শহীদ সরণীতে ফুটপাত ধরে হাঁটার সময় তারেকুর রহমান নামের মার্কিন দুই নারী নাগরিকের গতিরোধ করে। পরে এক নারীকে শ্লীলতাহানির করে। ওই ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করে।
মন্তব্য করুন