
		নিজস্ব প্রতিবেদক: আজ ঢাকা এবং আশপাশের এলাকার তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনভর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
বুধবার (১৯ মার্চ) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়া থাকবে শুষ্ক। এর ফলে আজও বেশি তাপমাত্রা এবং রোদের ফলে গরমে কাবু হতে হবে রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকার মানুষজনকে।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। আর এসময়ের মধ্যে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৬ সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ। আর ঢাকায় গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য করুন