
		খাগড়াাছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৯ মার্চ) সকালে খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে রিজিয়ন মাঠে মানবতার বাজারের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আর খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি ও সেমাই। বিভিন্ন স্টলে পৃথক পৃথক ভাবে সাজিয়ে রাখা পন্য নিজের প্রয়োজন মত ব্যাগ ভর্তি করে নিয়ে যান পাহাড়ি-বাঙালি অসহায় পরিবারগুলো।
এ সময় এক বক্তব্যে রিজিয়ন কমান্ডার আবুল কালাম শামসুদ্দিন রানা বলেন, পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি রক্ষার পাশাপাশি অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে রিজিয়নের পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন