
		নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনে প্রার্থীর বয়স ন্যূনতম ২৩ বছর আর ভোটাধিকার প্রয়োগের জন্য ১৬ বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি। এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির যুগ্ম আহবায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো অর্ডিনেটর সারোয়ার তুষার। জানান, ঐকমত্য কমিশনের দেয়া প্রস্তাবনা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। এদিকে, কাল জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দেবে বলে জানিয়েছে দলটির নেতারা।
রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের বিষয়ে মতামত জানাতে শনিবার সকালে সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পাটির্র সংস্কার সমন্বয়ক কমিটি। সংবাদ সম্মেলনে বলা হয় যতদিন ঐকমত্য কমিশন কাজ করবে, ততদিন এই কমিটি থাকবে।
সংবাদ সম্মেলনে বলা হয় জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া বিভিন্ন প্রস্তাবনা দলটি পর্যালোচনা করেছে। এবং কিছু বিষয়ে আপত্তি জানিয়েছে। ঐকমত্য কমিশনের দেয়া প্রস্তাবনায় নির্বাচনে প্রার্থীর বয়স ২১ বছর করতে বলা হয়েছে। তবে, এনসিপি চায় এই বয়স ২৩ বছর করা হোক। এর পাশাপাশি ভোট দেয়ারক্ষেত্রে বয়স ১৬ বছর করার প্রস্তাব দেবে দলটি।
এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার বলেন, গণপরিষদ নির্বাচন না হলে আইনসভার নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন করতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ প্রসঙ্গে সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রোববার জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দলটি সংস্কার প্রস্তাব জমা দেবে বলে জানিয়েছে।
মন্তব্য করুন