
		ঝালকাঠি সংবাদদাতা: ঈদকে সামনে রেখে ব্যস্ত ঝালকাঠির দর্জিপাড়া। কারিগরদের দম ফেলার সময় নেই। রেডিমেড পোশাকের চাহিদা বাড়লেও রুচি ও পছন্দ অনুযায়ী পোশাক তৈরিতে দর্জিবাড়ির কদর এতোটুকু কমেনি। এদিকে, নানা সমস্যায় জর্জরিত দর্জিদের সব ধরনের সহযোগিতায় পাশে থাকার কথা জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ।
ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। পছন্দের পোশাক তৈরিতে এখনও ভিড় দর্জিবাড়িতে। উৎসবপ্রেমীরা গজ কাপড় ও আনস্টিচ কাপড় নিয়ে থ্রি-পিস, টু-পিস, পাঞ্জাবি সহ বিভিন্ন ধরনের পোশাকের ফরমায়েশ দিচ্ছে। আর সেসব পোশাক তৈরিতে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দর্জিরা বলছেন, শবেবরাতের পর থেকেই অর্ডার আসছে। কাজের চাপে নতুন অর্ডার নেয়া বন্ধ করেছে কারিগররা।
এ পেশার সাথে জড়িতদের আর্থিক সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস ঝালকাঠি বিসিকের শিল্পনগরী কর্মকর্তামো. আল আমিন। ঝালকাঠি জেলার চারটি উপজেলায় পাঁচশ’রও বেশি দর্জির দোকান রয়েছে ।
মন্তব্য করুন