
		পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং জুলাই যোদ্ধাদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ওয়ারিয়র্স অফ জুলাই ও পঞ্চগড় জেলা প্রশাসন। গতকাল বুধবার (২৬ মার্চ) বিকেলে ওয়ারিয়র্স অফ জুলাই পঞ্চগড়ের আয়োজনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা শেষে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে দুধ, সেমাই, তেল, ডাল, সোলা, খেজুর কিসমিস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক সাবেত আলী।
এসময় জুলাই যোদ্ধাদের মাঝে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মিজানুর রহমান, ওয়ারিয়র্স অফ জুলাই এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালমান হোসাইন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ আরও অনেকে।
মন্তব্য করুন