
		নিজস্ব প্রতিবেদক: ঈদ উদযাপনে শেকড়ের টানে শেষ মুহূর্তে ফিরছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেলস্টেশনে ও বাস টার্মিনালগুলোতে ভোর থেকেই যাত্রীদের ভিড় দেখা গেছে। সময়মতো ছেড়েছে প্রতিটি ট্রেন, তাই নেই কোন ভোগান্তি। স্টেশন ম্যানেজার জানান, এবার কোনো ট্রেনে সিডিউল বিপর্যয় হয়নি। এদিকে, মহাসড়কে যানজট না থাকায় নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।
চাঁদ দেখা সাপেক্ষে আর একদিন পরই পবিত্র ঈদুল ফিতর। তাই শেষ মূহুর্তে বাড়ি ফিরতে উপচে পড়া ভিড় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে।
আজ (শনিবার) সকাল থেকে নির্ধারিত সময়েই গন্তব্যে ছেড়ে গেছে প্রায় সব ট্রেন। আগাম টিকিটে সময়মতো ট্রেন পেয়ে খুশি যাত্রীরা।
স্টেশন ম্যানেজার জানান, সারাদিন বিশেষসহ ৭৬টি ট্রেন চলাচল করছে। কোন সিডিউল বিপর্যয় নেই। যাত্রীদের নিরাপত্তায় নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা।
এদিকে, বাস টার্মিনালগুলোতেও ভিড় দেখা যায় ঘরমুখো মানুষের। মহাসড়কগুলেতে যানজট না থাকায় নির্ধারিত সময়ে বাস পাচ্ছেন যাত্রীরা। অন্যান্য বছরের তুলনায় এবার স্বস্তির ঈদ যাত্রায় খুশি তারা।
ঘরমুখো মানুষ ঈদ শেষে আবারও যাতে নিরাপদে কর্মস্থলে ফিরতে পারেন সেজন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন