
		খুলনা প্রতিবেদক: খুলনায় সন্ত্রাসীদের আড্ডাখানায় পুলিশ, নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়েছে।
আজ রোববার (৩০ মার্চ) মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকার একটি বাড়ি ঘেরাও করে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে পুলিশ ৪ জনকে আটক করেছে। এসময় একটি পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ওই বাড়িটিতে কালা লাভলুসহ সন্ত্রাসীরা গোপন মিটিং করছিল বলে পুলিশ জানিয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারি কমিশনার (এসি) আজম খান এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, প্রথমে সংবাদ পাই সন্ত্রাসীরা ঘটনাস্থলে মিটিং করছে। তাৎক্ষণিকভাবে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের ঘেরাও করি। একইসঙ্গে যৌথ বাহিনীকে সহায়তা দেওয়া হয়। যৌথ বাহিনী এসে ঘেরাও করে। সন্ত্রাসীরা আমাদের ওপর গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় ৪ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে একটি পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন