
		নিজস্ব প্রতিবেদক : নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশা জানিয়েছে বিএনপি। গণতন্ত্রের শত্র“কে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছানো ভালো হবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব বলেন তিনি। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গুলশান দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি রাজনৈতিক সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন।
মির্জ ফখরুল বলেন, বিএনপি প্রধান উপদেষ্টার সম্প্রতি চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে। ভূ-রাজনৈতিক কারণে বিভিন্ন দেশের বাংলাদেশের প্রতি আগ্রহ আছে জানিয়ে তিনি বলেন বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সাথেই ভালো সর্ম্পক রাখা উচিত।
রাজনৈতিক অনভিজ্ঞতার কারনে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সুনির্দ্দিষ্ট রোডম্যাপ ঘোষনা করছে না অভিযোগ করে তিনি বলেন নির্বাচন হলে সব সংকট দূর হয়ে যাবে।
বিএনপি দেশের স্বার্থে নির্বাচনের দাবি জানিয়ে আসছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, অর্ন্তবর্তী সরকার নিরপেক্ষতা হারালে বিকল্প দাবি জানাতে হবে।
জনগণের ভোটের অধিকার আদায়ে রাজপথে থাকার ঘোষনাও দেন বিএনপি মহাসচিব।
মন্তব্য করুন