
		নিজস্ব প্রতিবেদক: এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষ্যে দেশজুড়ে উৎসবে মেতে উঠেছে সব বয়সী মানুষ। সকাল থেকে সারাদেশের ঈদগাহ ময়দানে সমবেত হচ্ছে মুসল্লিরা।
সকাল ৭টায় রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে। এতে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা, সুপ্রিমকোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এদিকে, এবার ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত হয়েছে পুরাতন বাণিজ্যমেলা মাঠে। এছাড়া, দেশে ঈদুল ফিতরের সবচেয়ে বড় দুই জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ও দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দানে। এরই মধ্যে মুসল্লিরা জড়ো হচ্ছেন এই দুই জায়গায়।
মন্তব্য করুন