
		নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত ডা. কবিরুল ইসলাম রুবেল এর পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (পহেলা এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রুবেলের বাসায় যান। এসময় তারা শহীদ পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে সার্বিক সাহায্য প্রদানের প্রতিশ্র“তি দেন।
জুলাই অভ্যুত্থানে দুইজন চিকিৎসক শহীদ হয়েছিলেন। যাদের একজন ছিলেন ডা. সজীব। তিনি গেল ১৮ই জুলাই উত্তরায় শহীদ হন। আর ডা. কবিরুল ইসলাম রুবেল মোহাম্মদপুরে শহীদ হন ৫ই আগস্ট। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও ইসপাহানি ইসলামিয়া আই ইন্সটিটিউট ও হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ছিলেন।
মন্তব্য করুন