মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে সারাদেশে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১১:৩৯ এএম

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবিতে সারাদেশে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার(৭ই এপ্রিল) ‘নো ওয়ার্ক ও নো স্কুল’ কর্মসূচিতে ক্লাস পরীক্ষা বর্জন করে স্ব-স্ব ক্যাম্পাসের সামনে অবস্থান ও বিক্ষোভ করেন তারা। এ সময় গাজায় নিরীহ মানুষ হত্যার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ফিলিন্তিনে মানবাধিকার লঙ্ঘন হলেও বিশ্ব মোড়লরা নীরব ভূমিকা পালন করছে। দ্রুত যুদ্ধ বন্ধের দাবি জানান তারা। ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করছে দখলদার ইসরাইল বাহিনী। প্রতিদিন শত শত শিশুসহ অসংখ্য মানুষকে হত্যা করলেও নিশ্চুপ রয়েছে বিশ্ব মোড়লরা। তবে বসে নেই বাংলাদেশের সাধারণ মানুষ। এর প্রতিবাদ জানাতে সোমবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার(৬ই এপ্রিল) রাতেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয়। এবং সোমবার (৭ই এপ্রিল) সকাল থেকে জড়ো হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এসময় যুদ্ধ বন্ধের দাবি জানানো হয়। বিশ্ব মোড়লরা নীরব ভূমিকা পালন করায় জাতিসংঘসহ প্রভাবশালী দেশগুলোর প্রতি ধিক্কার জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া, রাজধানীর মহাখালীতে ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল করেছে আন্দোলনরতরা। সাইন্সল্যাব ও মার্কিন দূতাবাসের সামনে মিছিল করেছে শির্ক্ষাথীরা। নতুন বাজারে গাজায় নারকীয় হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। বর্বর ইসরাইল কর্তৃক গাজায় নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানিয়ে সংহতি সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রাজধানী ছাড়াও, ঢাকার বাইরে গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর প্যালেস্টাইন প্রতিবাদ সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এদিকে, একই কর্মসূচিতে উত্তাল হয়ে উঠে কুমিল্লা নগরী। নগরীর কান্দিরপাড়ায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে জাতীয় নাগরিক পার্টি, ইসলামি ছাত্রসেনাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।গাজায় নির্মম হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করেছে। সারাদেশের মত প্রতিবাদ হয়েছে। শহরের চৌরঙ্গী মোড়ের স্মৃতি অম্লান চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন শহর প্রদক্ষিন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে