
		নিজস্ব সংবাদদাতা: আচরণবিধি প্রতিপালনে সর্বোচ্চ কঠোরতা যাতে নিশ্চিত করা যায় সেভাবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতামতকে গুরুত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি। সোমবার নির্বাচন ভবনে এ সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কমিশনার জানান, নির্বাচনী ব্যয় নূন্যতম রাখা ও প্রচারণায় সব প্রার্থী যেন সমান সুযোগ পায় সেই সুযোগ রাখা হয়েছে আচরণবিধিতে।
মন্তব্য করুন