মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১১:২২ এএম

সালমা জাহান মুক্তা : এখনই দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে অনুকূল পরিবেশ তৈরী হলে যে কোন সময় তিনি দেশে ফিরবেন বলে জানালেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুর কবির। তিনি বলেন, তারেক রহমানের দুরদর্শী রাজনৈতিক আদর্শ আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের ভাবমুর্তি অক্ষুন্ন রেখেছে বলেও জানান তিনি। অন্যদিকে, বেগম খালেদা জিয়ার শারিরিক অবস্থা দ্রুত উন্নত হচ্ছে, তবে কবে তিনি দেশে ফিরবেন তা এখনও নিশ্চত নয় বলেও জানান তিনি।

৫ আগস্ট স্বৈরাচার পতনের পর গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার যে অপার সম্ভাবনা তৈরী হয়েছে, সেখানে দেশের মানুষের প্রধান দাবি হয়ে ওঠে সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন। এই প্রেক্ষিতে অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার দাবি জানিয়ে আসছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি।

প্রবাসে থেকেই দেশে বিএনপির সকল কর্মপরিকল্পনা পরিচালনা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দেশের জনগন তার দেশে ফেরার অধীর অপেক্ষায় থাকলেও, এখনো সেরকম প্রেক্ষাপট তৈরী হয়নি বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তারেক রহমানের দুরদর্শী রাজনৈতিক আদর্শ আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের ভাবমুর্তি অক্ষুন্ন রেখেছে বলেও জানান তিনি।

ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন, জনগণের জীবনযাত্রার মান সুরক্ষিত করা, নতুন কর্মসংস্থান, নতুন উদ্যোগের মাধ্যমে যুব সমাজের উন্নত জীবনযাত্রার সুযোগ সৃষ্টি করাসহ দেশের অর্থনীতিকে বদলে দিতে তিনি বদ্ধ পরিকর বলেও জানান এ উপদেষ্টা। লন্ডনের উন্নত চিকিৎসায় বেগম খালেদা জিয়ার শারিরিক অবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে বলেও জানান তিনি।

তবে বেগম খালেদা জিয়া ঠিক কবে দেশে ফিরবেন তা এখনও নিশ্চত নয় বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে