মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শিল্পখাতে গ্যাসের নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১০:৩৯ এএম

নিজস্ব প্রতিবেদক: দেশের শিল্পখাতে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে। রোববার (১৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আমদানিকৃত গ্যাস দিয়ে চাহিদা মেটানো হয়। তাই ৩৩ শতাংশও যথেষ্ট না। তবে যতটুকু না বাড়ালেই নয়, সে বিবেচনায় ঘনমিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে।

তিনি আরও বলেন, শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটারপ্রতি দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। পাশাপাশি ক্যাপটিভে ৩১ দশমিক ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, চলমান শিল্প গ্রাহকদের জন্য অনুমোদিত লোডের ৫০ শতাংশের বেশি ব্যবহার করলেই ঘনমিটারে ১০ টাকা বেশি গুণতে হবে। নতুন গ্রাহকদের নতুন দামেই ব্যবহার করতে হবে। আর বিদ্যমান গ্রাহকের অনুমোদিত লোডের অতিরিক্ত ব্যবহারে নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি প্রাকৃতিক গ্যাসের শিল্প ও ক্যাপটিভ শ্রেণিতে নতুন, প্রতিশ্রুত ও অনুমোদিত লোডের অতিরিক্ত ব্যবহারকারী গ্রাহকের মূল্যহার পুনর্নির্ধারণে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে এসব গ্রাহকের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো। যা বিদ্যমান দামের তুলনায় ১৫২ শতাংশ বেশি।

আর শুনানিকে কেন্দ্র করে নজিরবিহীন তোপের মুখে পড়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। হট্টগোল, তীব্র প্রতিবাদ, স্লোগান আর নানা যুক্তিতর্ক দিয়ে দাম বাড়ানোর প্রক্রিয়ার বিরোধিতা করেন অংশীজনরা। শুনানিতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে বেআইনি ও গণবিরোধী আখ্যা দেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে