
		অনলাইন ডেস্ক: জাতিসংঘ এবং ইউনিসেফসহ সব মানবাধিকার সংস্থার বিবেক গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে যায়, সেখানে সকল মানবাধিকার ধ্বংশস্তুপে পরিণত হয়ে যায়। তাই আগামির পৃথিবীতে মানবাধিকারের বয়ান দেয়ার আগে গাজার চিত্র সামনে আনার আহ্বান জানালেন সারজিস আলম।
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগ এনে বলেছেন, ‘আগামির পৃথিবীতে মানবাধিকারের বয়ান দেওয়ার আগে গাজার চিত্র সামনে আনতে হবে। সেই জায়গায় যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে পুরো পৃথিবীর মানুষের সামনে মানবাধিকার নিয়ে জ্ঞান দেয়ার মত মুখ আপনার নাই। ওই মুখে আপনি তালা দিয়ে রাখুন।’
তিনি বলেন ‘গাজায় গণহত্যার রক্তের দাগ নেতানিয়াহুর হাতে আছে, এই নেতানিয়াহুকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেন তাদের প্রত্যেকের গায়ে আছে। সারজিস রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার জুলাই আন্দোলনে শহীদ সাগর রহমানের কবর জিয়ারত এবং সাগরের বাড়ি পরিদর্শন শেষে চাকলাহাট ইউপি’র রত্নীবাড়ি এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় এনসিপি’র স্থানীয় নেতা নয়ন তানবিরুল বারি, চাকলাহাট ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে সারজিস চাকলাহাট ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরে সারজিস শহীদ সাগরের স্মৃতিফলক পরিদর্শন করে তার মা সখিনা বেগমের সাথে কথা বলে পরিবারকে আর্থিক সহযোগীতা করার আশ^াস দেন।
মন্তব্য করুন