
		নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখের আগের রাতে আলপনায় রঙিন হয়ে উঠেছে রাজধানীর গুলশান। গুলশান দুই নম্বর এলাকায় মধ্যরাতে রাস্তায় আলপনা আঁকে এলাকাবাসী। এই রঙিন আলপনার মধ্যে দিয়ে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেয়ার ইচ্ছার কথা জানান অংশগ্রহণকারীরা।
ঘডির কাটায় রাত তখন একটা। রং তুলি নিয়ে ব্যস্ত শিশুরা। বড়দের অনেকেও ব্যস্ত আলপনা আঁকতে। এ যেন যেমন খুশি তেমন আঁকার মতোই।
রোববার মধ্যরাতে গুলশান দুই নম্বর এলাকার দৃশ্য এটি। পুরানো শহরের ঐতিহ্য এলো অভিজাত এই এলাকায়। রাত জেগে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস তাদের।
বড়রা ব্যস্ত ছিলো ছবি তোলায়ও। শিশুসহ পরিবার নিয়ে এই আলপনা উৎসবে যোগ দেন তারা।
উৎসবে দেখা মেলে সময়ের বেশ ব্যস্ততম একজন, বিনিয়োগ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরীর। সারাদিনের ব্যস্ততার পর মধ্যরাতে পরিবার নিয়ে তিনিও অংশ নেন এই উৎসবে।
ইট-পাথরের নগরীতে নিজ এলাকায় বৈশাখের ছোঁয়া পেতেই এই আয়োজন করে গুলশানবাসী।
মন্তব্য করুন