মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কুয়েট ভিসিকে ২৪ ঘন্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০২:৫৫ পিএম

নিজস্ব সংবাদদাতা: কুয়েটে চলমান ঘটনাকে ফ্যাসিবাদের প্রতিচ্ছবি বলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আর বিশ্ববিদ্যালয়টিতে ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে এসব বলেন তারা। এদিকে, বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে কুয়েটে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একইসাথে তালা ভেঙে হলে প্রবেশ করেছেন তারা।

দীর্ঘ দু’মাস বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়ার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এরমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কুয়েটে চলমান এসব ঘটনা নিয়ে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বুয়েটের শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা জানান, নিরপরাধ, আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে ২২ জন শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা দায়ের করেছে কুয়েট প্রশাসন।

এদিকে, একই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ। কুয়েটের ঘটনাকে ফ্যাসিবাদের রূপ হিসেবে দেখছে এই ছাত্র সংগঠন। কুয়েটের ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি জানায় গণতান্ত্রিক ছাত্র সংগঠন।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এর জেরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। সোমবার নতুন আরেক সভায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এরপর মঙ্গলবার বিক্ষোভে নামে কুয়েট শিক্ষার্থীরা। একইসাথে ছাত্রদের ছয়টি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানায় তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে