
		নিজস্ব সংবাদদাতা: ২০২৬ সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটবে বাংলাদেশের। এই পথে নানা বাধা আসবে, তবে সেসব সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। একইসাথে এলডিসি থেকে উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব জনান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী ও প্রেস সচিব শফিকুল আলম।
উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণের কথা ছিলো ২০২৪ সালে। তবে করোনার জেরে তা পিছিয়ে যায় ২ বছর। কিন্তু সময় বাড়লেও বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থার কারণে এই উত্তরণ এখনও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং।
এমন বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক করে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমীতে এ নিয়ে সংবাদ সম্মলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী জানান, পেছনে ফেরার কোন পথ খোলা নেই। আগামী বছরই বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ হবে।
সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ এরইমধ্যে চিহ্নিত করা হয়েছে। তা মনিটরিং করবে উচ্চ পর্যায়ের একটি কমিটি। এছাড়া দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে শক্তিশালী ট্রেড নেগোসিয়েশন বডি গঠনের কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, উন্নয়নশীল দেশে উত্তরণের পথে সব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ডক্টর মুহাম্মদ ইউনূস।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সার্কভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবেই ঢাকা সফরে আসবেন তিনি।
মন্তব্য করুন