
কাজী ফরিদ: আগামীকাল (বৃহস্পতিবার) আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের। এই দল ছাড়াও আরো বেশ কিছু দল নির্বাচন কমিশনের নিবন্ধন চাইবে। গণঅভ্যুত্থান পরবর্তী একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক দায়বদ্ধতার জন্য অনেকে রাজনীতিতে আগ্রহী হচ্ছেন।
নির্বাচন কমিশনে এর্পন্ত ৫৫টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। এর মধ্যে ৫টি দলের নানা কারণে নিবন্ধন বাতিল হয়। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। আওয়ামী লীগ সরকার পতনের পর আদালতের আদেশ ও ইসির পুনঃর্বিবেচনায় ৬টি রাজনৈতিক দল নিবন্ধন পায়।
পরিবর্তীত পরিস্থিতিতে অন্তত ২০টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। মার্চে রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারির পর এপর্যন্ত ৬টি রাজনৈতিক দল নিবন্ধনের ব্যাপারে ইসির সাথে যোগাযোগ করেছে। ২০ এপ্রিল আবেদনের সময় শেষ হচ্ছে।
নতুন দলের নেতারা জানান, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার জন্য এবার তারা নিবন্ধন পাবেন।
এদিকে ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আসছে। যা নিয়ে সর্ব মহলে আলোচনা হচ্ছে। দলের আহবায়ক রফিকুল আমিন জানান, জনকল্যাণ ও অধিকার নিশ্চিতের রাজনৈতিক প্ল্যাটফর্ম করবেন তিনি।
ডেসটিনির সাথে এই রাজনৈতিক দলের সম্পর্ক নেই জানিয়ে রফিকুল আমিন বলেন, এটি তার সামাজিক দায়বদ্ধতা থেকে করা। যেকোন সমালোচনাকে তিনি ইতিবাচকভাবে নিবেন।
নতুন এই রাজনৈতিক দলে তৃণমূল থেকে গণতন্ত্রের চর্চা হবে, কর্মীরা পছন্দের নেতা বেছে নেয়ার সুযোগ পাবেন বলেও জানান তিনি।
মন্তব্য করুন