মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ভোলা-বরিশাল সেতুসহ ১২ দফা দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ পিএম

নিজস্ব সংবাদদাতা: ভোলায় আধুনিক মানের মেডিকেল কলেজ হাসপাতাল, ভোলা-বরিশাল সেতু, মতিরহাট থেকে ইলিশা ফেরি ঘাট, ভোলার গ্যাস ভোলাতে ব্যবহারের দাবিসহ ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে “ভোলা জেলা ছাত্র ফোরাম চট্টগ্রাম”।

সোমবার সংগঠনটির নন্দনকানস্থ স্থায়ী কার্যালয়ে সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুন্নার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. নুরনবী শাওন।

লিখিত বক্তব্যে তিনি জানান,ভোলা বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ জেলা, ভোলায় দেশের অন্যতম গ্যাসক্ষেত্র রয়েছে। রয়েছে সমৃদ্ধ মৎস্য সম্পদ, কৃষিজ উৎপাদন ও অপার সম্ভাবনাময় পর্যটন এলাকা। অথচ এত গুরুত্বপূর্ণ ভৌগলিক অবস্থান এবং সম্পদ থাকার পরেও ভোলা বছরের পর বছর অবহেলা, বঞ্চনা শিকার হয়ে আসছে।

এসময়,গত ২০ এপ্রিল রোববার ভোলার বিভিন্ন বিষয়ে দাবি নিয়ে ভোলায় অনুষ্ঠিত সমাবেশের সাথে পূর্ণ সমর্থন পোষন করে এবং সেই দাবির সাথে মিল রেখে ভোলা জেলা ছাত্র ফোরামের পক্ষ থেকে নিন্মোক্ত দাবি দাওয়া উপস্থাপন করা হয়েছে-

১. ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়ন করে ভোলা জেলাকে দেশের মূল ভূখন্ডের সঙ্গে যুক্ত করতে হবে।

২. শিক্ষা ব্যবস্থায় সমান সুযোগ-সুবিধা নিশ্চিত, শিক্ষার মানোন্নয়ন ও উচ্চতর শিক্ষা গ্রহণের সুবিদার্থে ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করতে হবে।

৩. চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা থেকে মুক্তি পেতে ভোলায় আধুনিক মানের হাসপাতাল নির্মাণ করতে হবে

৪. ভোলার গ্যাস ভোলাতেই রেখে ভোলা জেলার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করতে হবে।

৫. মতিরহাট ফেরী ঘাটের কাজ বাস্তবায়ন করতে হবে।

৬. গ্যাসভিত্তিক সার কারখানা স্থাপনসহ ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

৭. ভোলায় জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে আধুনিক ফিশিং জোনের ব্যবস্থা করতে হবে।

৮. ভোলায় বিসিক এলাকায় শিল্পোদ্যোক্তা এবং ভোক্তা পর্যায়ে চাহিদা অনুযায়ী গ্যাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

৯. দেশী ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে পর্যটন কেন্দ্রগুলোকে আধুনিকায়ন করতে হবে।

১০. নদী ভাঙ্গন রোধে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

১১. মুমূর্ষু রোগীদের জীবন রক্ষাকারী আধুনিক আইসিইউ ইউনিট প্রতিষ্ঠা এবং পর্যাপ্ত সংখ্যক হাইস্পিড ওয়াটার এম্বুলেন্স সরবরাহ করতে হবে।

১২. ভোলায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ও ফুটবল স্টেডিয়াম তৈরী করতে হবে।

এ-সময় আরো উপস্থিত ছিলেন ভোলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কিরন শর্মা,ছাত্র ফোরামের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মির্জা, শফিকুল আলম সবুজ,সভাপতি এমদাদুল হক ইমন,সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান।

৭ কর্ম দিবসের মধ্যে দাবি আদায় না হলে কঠিন কর্মসূচির হুঁশিয়ারী দিয়েছেন নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে