
		খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ি থেকে অপহরণের ৯ দিন পর মুক্তি পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। আজ (বৃহস্পতিবার) বিকালে এ তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি। অপহৃত চবি পিসিপি সদস্য রিশন চাকমাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী মুক্তি পাওয়ায় ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
এর আগে, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ির সদরের গিরিফুল এলাকা থেকে পিসিপি সদস্য রিশন চাকমা, অলড্রিন ত্রিপুরা, মৈত্রীময় চাকমা, দিব্যি চাকমা, লংঙি ম্রোকে জোরপূর্বক তুলে নেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে অপহৃতদের উদ্ধারে সোচ্চার থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অপহরনের ঘটনার পর থেকে পাহাড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
মন্তব্য করুন