
		নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার হাওরাঞ্চলে বোরো ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো ধান ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাম্পার ফলন হওয়ায় লাভের আশা করছেন তারা।
নেত্রকোনার আটপাড়ার সুমাইখালী, দইলং, ছাতল, চাড়িয়া হাওরে কৃষকেরা ধান কাটা, মাড়াই ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন। কোথাও শ্রমিক, কোথাও আবার হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে।
কৃষকরা জানান, পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে শ্রমিক সংকটে বিপাকে পড়তে হচ্ছে বলে দাবি তাদের।
নেত্রকোনার আটপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ, জানান, চলতি বোরো মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ধানের উৎপাদন ভালো হয়েছে।
চলতি বছর জেলার আটপারা উপজেলায় ১২ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।
মন্তব্য করুন