
		খুলনা প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার (২৬শে এপ্রিল) রাত আটটার দিকে কুয়েট সংলগ্ন নগরীর ফুলবাড়িগেট এলাকায় খাবার খেতে গেলে তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, কুয়েটের ১৯ ব্যাচের ছাত্র ওবায়দুল্লাহ, গালিব, মোহন ও মুজাহিদ।
শিক্ষার্থীরা বলেন, ভিসি মাসুদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেয়া কুয়েটের ৪ শিক্ষার্থী রাতে খাবার খেতে ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ডে যায়। এ সময় ১০ থেকে ১২ জনে যুবক লাঠি দিয়ে তাদের উপর হামলা চালায়। পরে আহত শিক্ষার্থীদের কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার প্রতিবাদে কুয়েটের শিক্ষার্থীরা রাত ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। বিশ্ববিদ্যালয়ের কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে মিছিলটি শুরু হয়ে , প্রশাসনিক ভবনের সামনের সড়ক প্রদক্ষিন করে। পরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর হোসেন জানান, ঘটনা শুনে দুর্বৃত্তদের আটক করার চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য করুন