
		নিজস্ব সংবাদদাতা: বিসিবির প্রভাবশালী সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটকে ব্যবহার করে কতটা সম্পদশালী হয়েছেন, তার খোঁজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ক্রিকেট সংশ্লিষ্ট ২৭ ধরণের নথি তলব করে বিসিবিতে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে প্রায় হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়ে রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিলো নাজমুল হাসান পাপনের। দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ রয়েছে, বোর্ডের এক সময়ের প্রভাবশালী সাবেক এই সভাপতি শুধু ক্রিকেটকেই ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। পাপনের অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকাকালের দুর্নীতিও খুঁজছে দুদক। পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ, বিদেশী কোচ নিয়োগে খরচ, আইসিসির মেগা আসরে খরচসহ দুর্নীতির তথ্য পেতে ২৭ ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে দুদক। আগামী ৭ কার্যদিবসের মাধ্যে নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে। এদিকে প্রায় ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় আড়াই হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিন, ভুয়া প্রকল্পের নামে ক্ষুদ্রঋণের দুইশো কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ সাবেক সচিব ও উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১৫ জনকে আসামী করে ছয় মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
মন্তব্য করুন