
		নিজস্ব প্রতিবেদক: নতুন বাংলাদেশ গড়তে শ্রমিক-কর্মজীবীসহ সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমীর ডাক্তার শফিকুর রহমান।
বৃহস্পতিবার (পহেলা মে) রাজধানীর পুরান পল্টনে মে দিবসের সমাবেশে তিনি এ আহ্বান জানান।
এতে জামায়াত আমীর বলেন, আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় নারী পুরুষের সমন্বয়ে কাজ করবে জামায়াতে ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, ইসলামিক শাসন ব্যবস্থা ছাড়া শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব নয়।
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পুরান পল্টন মোড়ে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
এদিন (পহেলা মে) বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিল ও বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে সমাবেশে হাজির হয় জামায়াতে ইসলামের নেতাকর্মীরা।
এ সময় বক্তাদের বক্তব্যে উঠে আসে শ্রমিকদের অধিকার ও বিভিন্ন দাবির বিষয়। দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, ইসলামি শাসন প্রতিষ্ঠা না হলে ৫ আগস্ট পরবর্তী মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে না।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির আমীর বলেন, পারস্পরিক বোঝাপড়ায় একটি টেকসই সমাজ ব্যবস্থা করে তুলতে হবে। তাহলেই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে।
ইসলামিক আইন বাস্তবায়ন করে শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করতে হবে বলেও উল্লেখ করেন জামায়াতের আমির।
মন্তব্য করুন