
		নিজস্ব সংবাদদাতা: লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে কাল দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ফিরবেন তিনি। সঙ্গে আসছেন তাঁর দুই পুত্রবধু ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। দলের চেয়ারপার্সনকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। এদিকে, খালেদা জিয়ার দেশে ফেরার দিন বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত নিচ্ছিদ্র নিরাপত্তা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।উন্নত চিকিৎসার জন্য এ বছরের ৮ জানুয়ারি লন্ডনে যান বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ১৬ দিন চলে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা। বয়স ও স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় লিভার ও কিডনি প্রতিস্থাপন খুবই ঝুঁকিপূর্র্ণ উল্লেখ করে ঔষধের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে মেডিকেল বোর্ড। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বড় ছেলে তারেক রহমানের বাসায় চলে চিকিৎসা কার্যক্রম। চারমাস বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণ ও পরিবারের সদস্যদের পরিচর্যায় অনেকটাই সুস্থ বেগম খালেদা জিয়া, দেশে ফিরতে প্রস্তুত তিনি।খালেদা জিয়ার সাথে দেশে ফিরবেন তাঁর দুই পুত্রবধু বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। এদিকে, ১৭ বছর পর দেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান।কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমান-এয়ার অ্যাম্বুলেন্সে আজ লন্ডনের স্থানীয় সময় বিকেলে হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া। তাঁকে বিমানবন্দরে বিদায় জানাবেন বড় ছেলে তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির হাজারো নেতাকর্মী।চিকিৎসা শেষে দলীয় চেয়ারপার্সনের দেশে ফেরায় উৎফুল্ল বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি শেষ করেছেন তারা। দলটির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সরাসরি বিমানবন্দর থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন বেগম জিয়া। দলীয় প্রধানকে স্বাগত জানাতে পুরো পথে রাস্তার দু’ধারে নেতাকর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে অবস্থান নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।এদিকে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিমানবন্দর থেকে বাসভবন পর্যন্ত যাত্রা সুগম করতে থাকবে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা ও পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি।
মন্তব্য করুন