
		ভোলা সংবাদদাতা : ভোলায় যাত্রী উঠানো নিয়ে বাস, মিনি বাস ও ব্যাটারী চালিত সিএনজি এবং মাহেন্দ্র শ্রমিকদের সংর্ঘষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন উভয় গ্রুপের শ্রমিকেরা। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সোমবার (৫ মে) সকাল থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ ঘটনায় পর থেকে জেলার অভ্যন্তরীণ পাঁচটি রুটে বাস, মিনি বাস, সিএনজি ও মাহন্দ্র চলাচল বন্ধ রয়েছে।এক সপ্তাহের মাথায়-বাস, সিএনজি ও মাহেন্দ্র শ্রমিকদের মধ্যে দ্বিতীয় বার সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রমিকেরা জানান, রোববার বিকেল ৫টার দিকে ভোলা-চরফ্যাসন সড়কের জয়নগর স্কুল এলাকায় যাত্রী উঠানো নিয়ে হাজী পরিবহন নামে বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল এ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাস শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন। এতে প্রায় ২৪ ঘণ্টা পর প্রশাসনের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। আবারো ৪ মে রাত থেকে উভয় গ্রুপের মালিক ও শ্রমিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন।
মন্তব্য করুন