
		নিজস্ব সংবাদতদাতা: নির্বাচন কবে হবে তা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো চাপ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে, টেকসই দেশ নির্মাণে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কাজে সমর্থন আছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এজন্য পর্যাপ্ত সময় দেয়া প্রয়োজন। সোমবার(০৫ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাব টকে এসব কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। রাখাইনে মানবিক করিডর করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এক্ষেত্রে ইইউ’র সমর্থন আছে।
মন্তব্য করুন