
		নিজস্ব প্রতিবেদক : দাবি আদায় হওয়া না পর্যন্ত রাজপথে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শুক্রবার সকালে কাকরাইলে প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে অবস্থান নিয়ে এ দাবি জানান তারা। এ সময় তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে গণ আন্দোলনে পথে হাঁটবেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধানসহ চার দফা দাবিতে শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় নানা স্লোগানে নিজেদের দাবি আদায়ের কথা তুলে ধরে বিক্ষুব্ধরা। তাদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও।
তপ্ত রোদের মধ্যে রাজপথে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরেই তাদের ন্যায্য দাবি কেউ বাস্তবায়ন করেনি। প্রধান উপদেষ্টার কাছে যৌক্তিক দাবি উত্থাপন করা হলেও এখন পর্যন্ত এটি সমাধানের আশ্বাস না পাওয়ায় হতাশা জানান তারা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান উপদেষ্টার প্রতি শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। বলেন, দাবি মানা না হলে রাজপথ ছাড়বেনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে গণ-অনশনের কর্মসূচি পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মন্তব্য করুন