মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সত্যজিৎ রায়ের জন্ম ভিটায় বৈশাখী মেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৪:২৩ এএম

কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্ম ভিটায় চলছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা। কালভৈরবী পূজা উপলক্ষে প্রায় দু’শ বছর আগে এই মেলা গোড়াপত্তন করেছিলেন জমিদাররা। বাহাড়ী পণ্য নিয়ে মেলায় বসেছে শতাধিক দোকান। স্থানীয় জনগণ এবং প্রশাসন মিলে এই মেলার আয়োজন করে আসছে।

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিত রায়ের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। তার পূর্বপুরুষ হরিকিশোর রায় চৌধুরী ছিলেন সেখানকার জমিদার। তিনি প্রায় দু’শো বছর আগে কালভৈরবী পূজা উপলক্ষে আয়োজন করেছিলেন বৈশাখী মেলা। এখন জমিদার বাড়ির লোকজন কিংবা পুজা কোনটাই নেই। তবে টিকে রয়েছে সেই মেলা।

এবারও জমিদার বাড়ির সামনের বিশাল মাঠ, পুকুরপাড় ও রাস্তার দু’পাশে বসেছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা। খেলনা, চুড়ি, আলতা, প্রসাধনী, মুড়ি-মুড়কি, জিলেপিসহ বাহারি পণ্য নিয়ে বসেছে কয়েকশ’ দোকানী।

প্রিয়জনকে সাথে নিয়ে অনেকেই ঘুরে দেখছেন মেলা। কিনছেন পছন্দের জিনিস। কেউবা চড়ছেন নাগরদোলায়। ঐতিহ্যবাহী এই মেলা যেন সম্প্রীতির প্রতীক। আশেপাশের গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। শতবছরের ঐতিহ্য ধরে রাখতে সকলের সহায়তা চেয়েছেন আয়োজকরা।

প্রতিবছর বৈশাখ মাসের শেষ বুধবার শুরু হয় এই মেলা, শেষ হয় পরের মঙ্গলবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে