
		ঠাকুরগাঁও সংবাদদাতা: পাপোশ তৈরী করে সাবলম্বী হচ্ছেন ঠাকুরগাঁওয়ের নারীরা। সাবিনা নামের এক নারী এর উদ্যোক্তা। তার কারখানায় বেশ কয়েকজন নারীর কর্মসংস্থান হয়েছে। পরিবর্তন এসেছে তাদের জীবনমানেও। তৃণমূলে নারীদের এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
ঠাকুরগাঁওয়ের বরুনাগাঁও মন্ডলপাড়ার বাসিন্দা সাবিনা বেগম। ২০২০ সালে একটি মেশিন দিয়ে শুরু করেন বাণিজ্যকভাবে পাপোশ তৈরী। এরপর ধীরে ধীরে আরও তিনিটি মেশিন কিনে পাপোশ বানানোর কারখানা গড়ে তোলেন।
পাপোস তৈরী করে সাবিনা মাসিক আয় ৬০ হাজার টাকা। তার কারখানায় কাজ করে স্বাবলস্বী হয়েছেন অন্য নারীরাও। সাবিনাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন অন্যান্য নারীরাও।
পৃষ্ঠপোষকতা পেলে নারীর অগ্রযাত্রায় এই কুটিরশিল্প ভূমিকা রাখবে বলে আশা নারী উদ্যোক্তা সাবিনা বেগম।
সাবিনার এই উদ্যোগকে সাধুবাধ জানিয়েছেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
তৃণমূল পর্যায়ে নারীদের এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব সহযোগিীতার আশ্বাস দেন তিনি।
মন্তব্য করুন