
		নিজস্ব প্রতিবেদক: ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার দেয়া হচ্ছে আগামী ২ জুনের টিকিট। তবে অনলাইনে সহজে মিলছে না টিকিট। ফলে হতাশ যাত্রীরা। তাদের অভিযোগ, অনলাইনে কারসাজি বেশি হয়। আর রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত টিকিটের চেয়ে যাত্রীদের চাহিদা বেশি। এবার ঈদে ১০টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
ঈদ আসলেই বাড়ি যাওয়ার চাপ বাড়ে কর্মজীবী ও সাধারণ মানুষের। আগেভাগে ট্রেনের টিকিট কাটতে স্টেশনের কাউন্টার গুলোতে যে চাপ হতো তা এখন আর দেখা যায়না। কারণ সব টিকিট মিলছে অনলাইনের মাধ্যমে।
অনলাইনেও টিকিট কাটতে হচ্ছে ১০ দিন আগে। সেই অনুযায়ী ২৩ মে দেয়া হয়েছে আগামী ২ জুনের আগাম টিকিট। কিন্তু অনেকে অনলাইনে টিকিট না পেয়ে সরাসরি কাউন্টারে কেনার জন্য আসছে। কিন্তু কাউন্টারে টিকেটের ব্যবস্থা না থাকায় স্ট্যান্ডিং টিকিটের অপেক্ষায় করছেন তারা। অনলাইনে ট্রেনের টিকিট এখন সোনার হরিণ হয়ে গেছে বলে মনে করছেন যাত্রীরা। স্বস্তিতে বাড়ি যেতে অনেকে আগেভাগে পরিবারের সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, শুক্রবার সকাল ৮টায় অনলাইনে টিকিট ছাড়ার প্রথম আধাঘন্টায়, সার্ভারে ৪২ লাখ হিট হয়েছে। এবারের ঈদ যাত্রায় ট্রেনের ছাদে যাত্রী বহন করতে দেয়া হবে না জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ১০টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান এই স্টেশন ম্যানেজার।
মন্তব্য করুন